ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর আরও এক মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 110

মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর আরও এক মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ওই পোশাক কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ জানান, উদ্ধার হওয়া মরদেহটি পুরুষ নাকি নারীর—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি পরিবার তাদের এক মেয়ের নিখোঁজের কথা জানিয়ে আসছিল, তাই মরদেহটি নারী হওয়ার সম্ভাবনা বেশি। এ নিয়ে রূপনগরের অগ্নিকাণ্ডে মোট ১৭ জনের মৃত্যু নিশ্চিত হলো।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের রূপনগরে সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও সংলগ্ন কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দগ্ধ আরও কয়েকজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর আরও এক মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১০:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুর রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ওই পোশাক কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ জানান, উদ্ধার হওয়া মরদেহটি পুরুষ নাকি নারীর—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি পরিবার তাদের এক মেয়ের নিখোঁজের কথা জানিয়ে আসছিল, তাই মরদেহটি নারী হওয়ার সম্ভাবনা বেশি। এ নিয়ে রূপনগরের অগ্নিকাণ্ডে মোট ১৭ জনের মৃত্যু নিশ্চিত হলো।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের রূপনগরে সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও সংলগ্ন কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দগ্ধ আরও কয়েকজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।