শিরোনাম
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
- সর্বশেষ আপডেট ১২:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 48
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে আহত সাত বছর বয়সী শিশুটি এখনো জীবিত রয়েছে। গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে শিশুটির চিকিৎসা চলছে এবং তার অবস্থা সংকটাপন্ন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।
তিনি বলেন, শিশুটির মাথায় গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনো সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।































