মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে আশ্রয়
- সর্বশেষ আপডেট ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 78
মিয়ানমারের মেদাই এলাকায় স্থলমাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে। পরে চিকিৎসার জন্য তাকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়।
রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তবর্তী ৩৫ ও ৩৬ নম্বর পিলার দিয়ে তিনি আহত অবস্থায় প্রবেশ করেন।
সীমান্তবাসীরা জানান, মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হওয়ার পর ওই রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তার স্বজনরা, যারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে থাকেন, দ্রুত তাকে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, “মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে গুরুতর আহত ওই রোহিঙ্গাকে উখিয়া হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুব খারাপ মনে হয়েছে।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “তুমব্রু সীমান্তের ৩৫-৩৬ নম্বর পিলারের ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা আহত হওয়ার খবর শুনেছি। তবে তিনি বাংলাদেশের বা ক্যাম্পের কোনো বাসিন্দা নন। তাই বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, মানবিক কারণে আহত রোহিঙ্গা যুবককে চিকিৎসার জন্য বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ ও রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

































