ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ, ৮ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 59

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ, ৮ পাচারকারী আটক

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে মিয়ানমারে পাচারের সময় ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় বোট থেকে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৭৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, জব্দকৃত বোট, সিমেন্ট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ, ৮ পাচারকারী আটক

সর্বশেষ আপডেট ০৪:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে মিয়ানমারে পাচারের সময় ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় বোট থেকে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৭৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, জব্দকৃত বোট, সিমেন্ট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।