আরও পড়তে পারেন
আজ সোমবার দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত ৩১ জুলাই দীর্ঘ সাড়ে তিন বছরের জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় দেশটিতে। এবং তখনই ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হয়েছিলো।
প্রতিবেদনে বলা হয়, প্রথম দফা ভোট শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে।
মিয়ানমারে সবশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। ক্ষমতা দখলের পর সামরিক সরকারের প্রধান হন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন এনএলডি সরকার। গ্রেপ্তার হন সু চি ও তাঁর দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী। এরপর থেকে দেশজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়। এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন।
































