মিয়ানমারের গুলিতে জখম দুই বাংলাদেশি কিশোর
- সর্বশেষ আপডেট ০৪:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 7
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদী সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর জখম হয়েছেন। আহতরা হলেন মো. সোহেল (১৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (১৬)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জীম্বংখালী এলাকার কেওড়া বাগানে মাছ শিকার ও লাকড়ি সংগ্রহের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, সোহেলের বাম পা ও হাতে, আর আব্দুল্লাহর মাথায় গুলি লেগেছে। তাদের অবস্থাই এখন গুরুতর।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ঘটনার খবর পাওয়ার পর তারা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, নাফ নদীর প্রায় ৫০০ গজ দূরে মিয়ানমার অভ্যন্তর থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। আহত কিশোররা ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।
সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।




































