মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
- সর্বশেষ আপডেট ১০:২১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 61
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি পাইকারি শপিং সেন্টারে (জিএম প্লাজা) অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১২৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৩৭ জনসহ পাকিস্তান, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।
অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএনকেএল) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।
কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ২০৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০ থেকে ৫৯ বছর বয়সী পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ১২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
অভিযানের অংশ হিসেবে ডিবিকেএল লাইসেন্সবিহীন ব্যবসা ও বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে ছয়টি জরিমানা জারি এবং একটি প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেয়। অপরদিকে কেপিডিএন মূল্য ট্যাগিং–সংক্রান্ত সাতটি অপরাধে সাড়ে ৬ হাজার রিঙ্গিত জরিমানা করে এবং ১১৫টি প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে ২৫টি অপরাধ নথিভুক্ত করে, যার জরিমানা ৫০০ থেকে ৩০ হাজার রিঙ্গিত পর্যন্ত হতে পারে।
































