ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে সেলিম জালাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 47

আওয়ামী লীগের অনুষ্ঠানে অতিথি হয়ে সেলিম জালাল। ছবি: সংগৃহীত

 

মালয়েশিয়ায় মানবপাচারের সাথে জড়িত এক ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত সেলিম জালাল, যার আসল নাম মো. জালাল উদ্দিন। নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে সরব হয়েছেন।

 

জানা গেছে, গত কয়েক বছর ধরে সেলিম শতশত মানুষকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মালয়েশিয়ায় নিয়ে আসতেন। এরপর তাদের কাছ থেকে আরও অর্থের বিনিময়ে বন্দী করে রাখতেন। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য অনেকেই শেষ ভরসা ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ থাকায় মানবপাচার সিন্ডিকেটের কার্যক্রম সম্প্রতি আরও বিস্তৃত হয়েছে। পাচারকারীরা ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে নদীপথ এবং জঙ্গল পথ ব্যবহার করে মানুষকে মালয়েশিয়ায় নিয়ে আসছে।

 

আওয়ামী লীগের অনুষ্ঠানে অতিথি হয়ে সেলিম জালাল। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের অনুষ্ঠানে অতিথি হয়ে সেলিম জালাল। ছবি: সংগৃহীত

এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এসব মানবপাচারের মূল হোতা এই সেলিম জালাল। ভিসা নবায়নের নাম করে শতশত মানুষের কাছ থেকে টাকা গ্রহণের পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না এবং ভুক্তভোগীদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে বহু মানুষ এখন মালয়েশিয়ার বিভিন্ন জঙ্গলে ফেলে রাখা হয়েছে, যেখানে তারা বিপজ্জনক সাপ ও বন্যপ্রাণীর ঝুঁকিতে রয়েছে।

 

সেলিম জালাল নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তার কোনো বৈধ ব্যবসা নেই। অনুসন্ধানে জানা গেছে, মানবপাচার ছাড়াও তিনি নানান অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিলাসবহুল জীবনধারা ও জার্মানির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শনের মাধ্যমে গত কয়েক বছরে তিনি অন্তত ১৭ জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের কথায়, মালয়েশিয়াতেই সেলিম কয়েকটি বিয়ে করেছেন এবং প্রতারণার কাজে স্ত্রীদেরও ব্যবহার করেছেন। তার স্ত্রীদের জীবনধারা এমনকি কোনো রাজপরিবারের সদস্যদের জীবনযাত্রার তুলনায় কম নয়।

 

মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে সেলিম জালাল।
মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে সেলিম জালাল।

সমাজবিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের প্রতারকরা মানুষের মনকে প্রভাবিত করার অসাধারণ ক্ষমতা রাখে, যার কারণে তারা অত্যন্ত বিপজ্জনক। এদের উপস্থিতি যুব সমাজের স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতারক চক্রকে সমাজ থেকে আলাদা করা এবং কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে কেউ আর মানুষের শোষণ ও প্রতারণা করতে না পারে।

 

মালয়েশিয়ায় হাই কমিশনের মাধ্যমে জানানো হয়েছে, সেলিম জালালের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে সেলিম জালাল

সর্বশেষ আপডেট ০৯:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

 

মালয়েশিয়ায় মানবপাচারের সাথে জড়িত এক ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত সেলিম জালাল, যার আসল নাম মো. জালাল উদ্দিন। নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে সরব হয়েছেন।

 

জানা গেছে, গত কয়েক বছর ধরে সেলিম শতশত মানুষকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মালয়েশিয়ায় নিয়ে আসতেন। এরপর তাদের কাছ থেকে আরও অর্থের বিনিময়ে বন্দী করে রাখতেন। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য অনেকেই শেষ ভরসা ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ থাকায় মানবপাচার সিন্ডিকেটের কার্যক্রম সম্প্রতি আরও বিস্তৃত হয়েছে। পাচারকারীরা ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে নদীপথ এবং জঙ্গল পথ ব্যবহার করে মানুষকে মালয়েশিয়ায় নিয়ে আসছে।

 

আওয়ামী লীগের অনুষ্ঠানে অতিথি হয়ে সেলিম জালাল। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের অনুষ্ঠানে অতিথি হয়ে সেলিম জালাল। ছবি: সংগৃহীত

এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এসব মানবপাচারের মূল হোতা এই সেলিম জালাল। ভিসা নবায়নের নাম করে শতশত মানুষের কাছ থেকে টাকা গ্রহণের পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না এবং ভুক্তভোগীদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে বহু মানুষ এখন মালয়েশিয়ার বিভিন্ন জঙ্গলে ফেলে রাখা হয়েছে, যেখানে তারা বিপজ্জনক সাপ ও বন্যপ্রাণীর ঝুঁকিতে রয়েছে।

 

সেলিম জালাল নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তার কোনো বৈধ ব্যবসা নেই। অনুসন্ধানে জানা গেছে, মানবপাচার ছাড়াও তিনি নানান অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিলাসবহুল জীবনধারা ও জার্মানির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শনের মাধ্যমে গত কয়েক বছরে তিনি অন্তত ১৭ জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের কথায়, মালয়েশিয়াতেই সেলিম কয়েকটি বিয়ে করেছেন এবং প্রতারণার কাজে স্ত্রীদেরও ব্যবহার করেছেন। তার স্ত্রীদের জীবনধারা এমনকি কোনো রাজপরিবারের সদস্যদের জীবনযাত্রার তুলনায় কম নয়।

 

মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে সেলিম জালাল।
মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে সেলিম জালাল।

সমাজবিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের প্রতারকরা মানুষের মনকে প্রভাবিত করার অসাধারণ ক্ষমতা রাখে, যার কারণে তারা অত্যন্ত বিপজ্জনক। এদের উপস্থিতি যুব সমাজের স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতারক চক্রকে সমাজ থেকে আলাদা করা এবং কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে কেউ আর মানুষের শোষণ ও প্রতারণা করতে না পারে।

 

মালয়েশিয়ায় হাই কমিশনের মাধ্যমে জানানো হয়েছে, সেলিম জালালের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।