মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৪৩ জন আটক
- সর্বশেষ আপডেট ০২:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 85
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় পরিচালিত যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৮৪৩ জন অনিবন্ধিত বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সেলায়াং বাজার ও তানি মার্কেট কেন্দ্র করে এই বৃহৎ অভিযান পরিচালিত হয়।
মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র যাচাই করে দেখা হয়। এদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, সেই ৮৪৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমারসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। কতজন বাংলাদেশি আছেন— সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি। তিনি জানান, রাজধানীর কাছাকাছি হওয়ায় এই এলাকায় বহু বিদেশি শ্রমিক অনুমোদন ছাড়া বসবাস ও ব্যবসা করছিলেন। জননিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে অভিযান চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আটকদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন, যাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান এবং জাল নথি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ৩৫৮ সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, পুলিশ, সামরিক বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা অংশ নেন। এছাড়া মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দু’জন মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়েছে।
আটক বিদেশিদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অনিবন্ধিত শ্রমিক নিয়োগকারীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে।
































