মালদ্বীপে নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের সাক্ষাৎ
- সর্বশেষ আপডেট ০৮:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 116
মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী আইল্যান্ড হুলেমালে অবস্থিত বাংলাদেশ মিশনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মতবিনিময় সভায় ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সমস্যা, বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা চালু করা, ঢাকা-মালে রুটে বিমান চালু করা এবং মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বৃদ্ধিতে হাইকমিশনের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তার আশ্বাস দিয়ে বলেন, “মালদ্বীপে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন এবং তাদের সমস্যা কম নয়। প্রবাসীদের সুবিধা নিশ্চিত ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে মালদ্বীপে অবস্থানরত গণমাধ্যমকর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।”
সাক্ষাৎকালে গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খন্দকার, বাংলা অ্যাফেয়ার্স , জি টিভি/দৈনিক তৃতীয় মাত্রা মালদ্বীপ প্রতিনিধি আব্দুল্লাহ কাদের, বাংলা টিভির মালদ্বীপ প্রতিনিধি মো. সোহেল রানা, ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি মো. রবিউল আলম, ভোরের চেতনার মালদ্বীপ প্রতিনিধি আল আমিন, সারাদেশের কন্ঠের মালদ্বীপ প্রতিনিধি আবু জাহের এবং গণকণ্ঠের মালদ্বীপ প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু প্রমুখ।






































