মালদ্বীপে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা
- সর্বশেষ আপডেট ০১:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 159
মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাইকমিশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ড. নাজমুল ইসলাম প্রবাসীদের মালদ্বীপের আইন মেনে চলা, দেশের ভাবমূর্তি রক্ষা করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি নেতারা হাইকমিশনের প্রবাসী সেবায় ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ, হাইকমিশনের পার্সোনাল অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান, মালদ্বীপ বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হোসেন সুমন, মোঃ বাবুল হোসেন, মোঃ শাহ আলম, মোঃ আলতাব হোসেন, মোঃ এমরান হোসেন তালুকদার, মোহাম্মদ ফারুক হোসেন, মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম এবং মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরনবী মানিক।





































