মালদ্বীপে দুর্ঘটনায় আহত বাংলাদেশির পাশে হাইকমিশনার
- সর্বশেষ আপডেট ০৮:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 95
মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি মো: সেলিমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১১ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সেলিমকে দেশে ফেরার জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এ টিকেট প্রদান করা হয়।
ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণ কাজে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাইকমিশনার তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, হাইকমিশন প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
মালদ্বীপে আহত সেলিমের পাসপোর্ট না থাকায় হাইকমিশন বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করেছে। ১১ নভেম্বর সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন। হাসপাতালে হাইকমিশনের সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।





































