মালদ্বীপের বিমানবন্দরে বিপুল বিদেশী মুদ্রাসহ বাংলাদেশী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 90
ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ) অবৈধভাবে ডলার বিক্রির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর বিমানবন্দরের রিসোর্ট কাউন্টারগুলোর বাংলাদেশি নাগরিক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা বাংলাদেশি নাগরিক রফিকুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করে। তিনি বিমানবন্দরের রিসোর্ট কাউন্টারগুলোর আশপাশে অবৈধ ডলার বিনিময়ের কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় পর্যটন পুলিশের সদস্যরা তার কাছ থেকে ৬৮,০০০ মালদিভিয়ান রুফিয়া (এমভিআর) এবং ১,৭০০ মার্কিন ডলারসহ অন্যান্য বিদেশি মুদ্রা জব্দ করেন। বাংলা টাকায় যার পরিমান দাড়ায় ১০ লাখ টাকার বেশি।
পুলিশ আরও নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত তদন্তে দেখা গেছে, তিনি মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন। তার ভাই মূলত হুন্ডি ব্যবসার সাথে জড়িত। ভাই বাংলাদেশে আসায় রফিকুল ইসলাম সেখানে গিয়েছিলেন।
আদালত তাকে ১৫ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ৮,০০০-এর বেশি প্রবাসীকে দেশে অবৈধভাবে বসবাসের কারণে বহিষ্কার করা হয়েছে।
এই বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—যারা বৈধ ভিসা ছাড়াই দেশটিতে ছিলেন এবং যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন।
































