ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্শাল ল মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 17

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হান ডাক-সু, মাঝখানে, ২১ জানুয়ারী, ২০২৬ তারিখে একটি বিদ্রোহ মামলায় তার সাজা ঘোষণার জন্য সিউল কেন্দ্রীয় জেলা আদালতে উপস্থিত হয়েছেন [চুং সুং-জুন/এএফপি]

দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুরকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের জারি করা মার্শাল ল কার্যকরে সহায়তা ও উসকানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়।

বুধবার (২১ জানুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায় ঘোষণা করেন। রায়ের পরপরই ৭৬ বছর বয়সী হান ডাক-সুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় বিচারক লি জিন-গওয়ান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও হান ডাক-সুর শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের জারি করা মার্শাল ল ছিল স্পষ্টতই সংবিধানবিরোধী এবং তা কার্যত বিদ্রোহের শামিল।

আদালত জানান, মার্শাল ল ঘোষণার পর রাজধানী সিউলসহ গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়। জাতীয় সংসদ ও জাতীয় নির্বাচন কমিশনে সশস্ত্র বাহিনীর উপস্থিতি দেশজুড়ে আতঙ্ক, তীব্র রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি করে। পরিস্থিতির মুখে বিরোধী দল নিয়ন্ত্রিত সংসদ দ্রুত পদক্ষেপ নিয়ে মার্শাল ল বাতিল করে।

বিচার চলাকালে হান ডাক-সুর সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি মার্শাল ল জারির পক্ষে ছিলেন না। তবে আদালত তার বক্তব্য গ্রহণ না করে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করেন। একই সঙ্গে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে, মার্শাল ল–সংক্রান্ত ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল ইতোমধ্যে বিচার কাজে বাধা ও অন্যান্য অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। পাশাপাশি বিদ্রোহের মূল পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে আরেকটি মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের আবেদন করেছে। ওই মামলার রায় আগামী ১৯ ফেব্রুয়ারি ঘোষণা করার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্শাল ল মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

সর্বশেষ আপডেট ০৮:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুরকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের জারি করা মার্শাল ল কার্যকরে সহায়তা ও উসকানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়।

বুধবার (২১ জানুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায় ঘোষণা করেন। রায়ের পরপরই ৭৬ বছর বয়সী হান ডাক-সুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় বিচারক লি জিন-গওয়ান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও হান ডাক-সুর শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের জারি করা মার্শাল ল ছিল স্পষ্টতই সংবিধানবিরোধী এবং তা কার্যত বিদ্রোহের শামিল।

আদালত জানান, মার্শাল ল ঘোষণার পর রাজধানী সিউলসহ গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়। জাতীয় সংসদ ও জাতীয় নির্বাচন কমিশনে সশস্ত্র বাহিনীর উপস্থিতি দেশজুড়ে আতঙ্ক, তীব্র রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি করে। পরিস্থিতির মুখে বিরোধী দল নিয়ন্ত্রিত সংসদ দ্রুত পদক্ষেপ নিয়ে মার্শাল ল বাতিল করে।

বিচার চলাকালে হান ডাক-সুর সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি মার্শাল ল জারির পক্ষে ছিলেন না। তবে আদালত তার বক্তব্য গ্রহণ না করে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করেন। একই সঙ্গে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে, মার্শাল ল–সংক্রান্ত ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল ইতোমধ্যে বিচার কাজে বাধা ও অন্যান্য অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। পাশাপাশি বিদ্রোহের মূল পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে আরেকটি মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের আবেদন করেছে। ওই মামলার রায় আগামী ১৯ ফেব্রুয়ারি ঘোষণা করার কথা রয়েছে।