‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
- সর্বশেষ আপডেট ০৫:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 101
‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বুধবার বিকেলে লং মার্চ শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটক করে। পুলিশের বাধার কারণে তারা সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন।
এর আগে দুপুরে ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে লং মার্চে যোগ দেন। সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হয়।
চলমান পরিস্থিতির কারণে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। দিল্লি বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের আশা, মিশন ও পোস্টের নিরাপত্তা নিয়ম অনুযায়ী নিশ্চিত করা হবে।
এর আগে মঙ্গলবার, জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছিল ‘জুলাই ঐক্য’।
































