ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্চ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 55

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আগামী মার্চে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান।

শুক্রবার ড. সালেহউদ্দিন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া প্রকল্পে নিযুক্ত কর্মী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রশংসা করেন।

রূপপুর পারমাণবিক কেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা মিলবে। রোসাটমের প্রকৌশলীরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউনিট-১ এ ফুয়েল লোডিং সম্পন্ন হবে। মার্চের শেষ নাগাদ প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। পরে ধাপে ধাপে পুরো ইউনিট-১ থেকে ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।

প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রকল্প পরিচালকও উপস্থিত ছিলেন।

এই প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাতীয় শক্তি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্চ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

সর্বশেষ আপডেট ০৯:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

আগামী মার্চে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান।

শুক্রবার ড. সালেহউদ্দিন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া প্রকল্পে নিযুক্ত কর্মী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রশংসা করেন।

রূপপুর পারমাণবিক কেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা মিলবে। রোসাটমের প্রকৌশলীরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউনিট-১ এ ফুয়েল লোডিং সম্পন্ন হবে। মার্চের শেষ নাগাদ প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। পরে ধাপে ধাপে পুরো ইউনিট-১ থেকে ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।

প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রকল্প পরিচালকও উপস্থিত ছিলেন।

এই প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাতীয় শক্তি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।