মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনা. হলেন শরিফুল এম. খান
- সর্বশেষ আপডেট ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 144
বাংলাদেশে জন্ম নেওয়া শরিফুল এম. খান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন। সম্প্রতি ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রতিরক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া তথ্যে তাঁর এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তালিকা অনুমোদন করেন, সেখানে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হওয়ার জন্য মনোনীতদের মধ্যে ছিলেন শরিফুল এম. খান। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে গত ২০ আগস্ট নতুন পদে তাঁর অভিষেক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অফিসিয়াল তথ্যমতে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল বর্তমানে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
শরিফুল এম. খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হন। কর্মজীবনে তিনি স্যাটেলাইট অপারেশন, মহাকাশ নিয়ন্ত্রণ, মহাকাশ ব্যবস্থা ও উৎক্ষেপণ–সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। এসব অভিজ্ঞতা তাঁকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মহাকাশ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দিয়েছে।
































