ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের কুলখানির দিনে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 41

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে বুধবার (২৬ নভেম্বর) মায়ের কুলখানির দিনই ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেলেন তারই একমাত্র ছেলে। এ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মানিক মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

জানা যায়, মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫) গত ২৩ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান। বুধবার ছিল তার কুলখানি। সকাল থেকেই বাড়িতে স্বজন, প্রতিবেশীসহ অসংখ্য মানুষের সমাগম ছিল। কুলখানিতে সারাদিন ব্যস্ত সময় কাটান মানিক মিয়া।

দিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মায়ের কুলখানির দিনে ছেলের মৃত্যু

সর্বশেষ আপডেট ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে বুধবার (২৬ নভেম্বর) মায়ের কুলখানির দিনই ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেলেন তারই একমাত্র ছেলে। এ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মানিক মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

জানা যায়, মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫) গত ২৩ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান। বুধবার ছিল তার কুলখানি। সকাল থেকেই বাড়িতে স্বজন, প্রতিবেশীসহ অসংখ্য মানুষের সমাগম ছিল। কুলখানিতে সারাদিন ব্যস্ত সময় কাটান মানিক মিয়া।

দিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।