মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত জোটের
- সর্বশেষ আপডেট ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 6
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তারা উচ্চশিক্ষা গ্রহণ করে এবং ঘরের বাইরে কাজের মাধ্যমে অবদান রাখতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। সে লক্ষ্যেই জামায়াত জোট দেশের প্রতিটি মায়ের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে বন্দি করে রাখা হবে—এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। তিনি বলেন, “আমাদের মা, বোন, স্ত্রী ও কন্যারা সমাজের সব ক্ষেত্রে অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
নির্বাচনী পরিবেশ নিয়ে সতর্কতা জানিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে অযথা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এ ধরনের আচরণ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান। তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং নারীদের প্রতি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বক্তব্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ফেনী নদী নিয়ে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আবরার ফাহাদের স্মৃতি হৃদয়ে ধারণ করে রাখার দায়িত্ব এই এলাকার মানুষের।
সমাবেশে তিনি ফেনী-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে দাঁড়িপাল্লা এবং ফেনী-২ আসনে জহিরুল ইসলামের হাতে ঈগল প্রতীক তুলে দেন। পাশাপাশি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু ফল নিশ্চিত করার নির্দেশ দেন।
নির্বাচনী জনসভায় ফেনীর তিনটি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ফেনী-২ আসনের আরেক জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। ফেনী-৩ আসনের প্রার্থী ফখরুদ্দিন মানিকও সভায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা ও অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে সকালে ঢাকার থেকে হেলিকপ্টারে ফেনী শহীদ সালাম স্টেডিয়ামে অবতরণ করেন ডা. শফিকুর রহমান। পরে সকাল ১১টায় তিনি জনসভাস্থলে উপস্থিত হন।





























