ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 332

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টিতে বিনিয়োগ সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। তাই আমাদের দায়িত্ব হচ্ছে সবার জন্য সেই সুযোগ তৈরি করা।”

তিনি আরও বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোগে যুক্ত হচ্ছে। তবে এর কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই। এর পেছনে অন্যতম চালিকা শক্তি হলো প্রযুক্তি। “প্রযুক্তি এখন আমাদের পৃথিবীর সঙ্গে সরাসরি যুক্ত করেছে। সময় এসেছে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর।”

প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি মানুষকে তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন থেকে পিকেএসএফ নতুন উদ্যমে কাজ শুরু করবে এবং দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য

সর্বশেষ আপডেট ০৩:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টিতে বিনিয়োগ সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। তাই আমাদের দায়িত্ব হচ্ছে সবার জন্য সেই সুযোগ তৈরি করা।”

তিনি আরও বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোগে যুক্ত হচ্ছে। তবে এর কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই। এর পেছনে অন্যতম চালিকা শক্তি হলো প্রযুক্তি। “প্রযুক্তি এখন আমাদের পৃথিবীর সঙ্গে সরাসরি যুক্ত করেছে। সময় এসেছে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর।”

প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি মানুষকে তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন থেকে পিকেএসএফ নতুন উদ্যমে কাজ শুরু করবে এবং দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।