মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১০
- সর্বশেষ আপডেট ০৪:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 153
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), এবং মো. মিহাত (১৭)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, ২০২৪ সালের এই দিনে (৫ আগস্ট) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন। সেই স্মরণে প্রতীকী হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন উড়ানোর আয়োজন করা হয়েছিল। উড়ানোর কিছুক্ষণ পরই বেলুনটি বিস্ফোরিত হয়, এবং আশপাশে থাকা অনেকে এতে আহত হন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানাতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
































