মানিকগঞ্জে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৬:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 77
মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন মা শিখা আক্তার (২৯) এবং তার ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)। শিখা আক্তার মালয়েশিয়াপ্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী। নিহত দুই সন্তানের মধ্যে আলভী শিখার আগের পক্ষের সন্তান, আর সায়মা হলেন শিখা-শাহীন দম্পতির মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালেই বিদ্যুৎবিলের কাগজ দেওয়ার জন্য বাসার দরজায় নক করা হয়েছিল। কোনো সাড়া না পাওয়ায় বাড়িমালিককে বিষয়টি জানানো হয়। পরে বাড়িমালিকের ভাই ৯৯৯-এ কল করলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় বিছানায় শিখা আক্তারের এবং মেঝেতে দুই সন্তানের মরদেহ পাওয়া যায়।
সদর থানার এসআই তরিকুল ইসলাম জানিয়েছেন, শিখা ও শাহীনের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী পারিবারিক কলহের জেরে শিখা দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন।
জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, লাশগুলো মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে।


































