ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানবপাচার ও অভিবাসী চোরাচালান অধ্যাদেশের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 68

মানবপাচার ও অভিবাসী চোরাচালান অধ্যাদেশের খসড়া অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব জানান, সভায় ভূমি ব্যবহার, নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন পেয়েছে। গত বছরের ৮ আগস্ট থেকে উপদেষ্টা পরিষদের ৫১টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর অগ্রগতি প্রতিবেদন আজকের সভায় উপস্থাপন ও আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, “আজ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ ২০২৫ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হলেও আরও আলোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।” এছাড়া আমদানি নীতি সম্পর্কেও আলোচনা হয়েছে, সেটি আরও বিশদভাবে আলোচনা করার জন্য ফেরত পাঠানো হয়েছে।

বৃহৎ ধরনের আলোচনা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে। বিষয়টি নিয়েও আরও বিস্তারিত আলোচনা হবে।

উপদেষ্টা পরিষদে মোট ২৫১টি সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে এবং ৩৯৪টি বিষয়ে আলোচনা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মানবপাচার ও অভিবাসী চোরাচালান অধ্যাদেশের খসড়া অনুমোদন

সর্বশেষ আপডেট ০৫:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব জানান, সভায় ভূমি ব্যবহার, নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন পেয়েছে। গত বছরের ৮ আগস্ট থেকে উপদেষ্টা পরিষদের ৫১টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর অগ্রগতি প্রতিবেদন আজকের সভায় উপস্থাপন ও আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, “আজ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ ২০২৫ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হলেও আরও আলোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।” এছাড়া আমদানি নীতি সম্পর্কেও আলোচনা হয়েছে, সেটি আরও বিশদভাবে আলোচনা করার জন্য ফেরত পাঠানো হয়েছে।

বৃহৎ ধরনের আলোচনা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে। বিষয়টি নিয়েও আরও বিস্তারিত আলোচনা হবে।

উপদেষ্টা পরিষদে মোট ২৫১টি সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে এবং ৩৯৪টি বিষয়ে আলোচনা হয়েছে।