মাদককাণ্ডে মুখ খুললেন সাফা কবির
- সর্বশেষ আপডেট ০৫:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 194
মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত বছরের ১৭ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন অরিন্দম রায় দীপ।
তাকে জিজ্ঞাসাবাদের সূত্রে উঠে আসে দেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, টয়া, তানজিন তিশা ও সুনিধির নাম। সেই সময় সরব ছিলেন টয়া ও তিশা, তবে প্রায় এক বছর পর এ নিয়ে মুখ খুললেন সাফা কবির।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে সাফা বলেন, “বৃহস্পতিবার খবরটি প্রকাশ হয়, আর রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে আমার চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু ওই খবরের কারণে তারা চুক্তি বাতিল করে দেয়। আমি বোঝানোর চেষ্টা করি যে খবরটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু প্রমাণ করব কীভাবে?”
তিনি জানান, ঘটনার পর অনেক সিনিয়র শিল্পী বিতর্ক এড়াতে তার সঙ্গে কাজ বাতিল করে দেন। “সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল, আর আমিও বুঝতে পারছিলাম কেউ কাজ করতে চাইছে না,” বলেন তিনি।
প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়ার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাফা বলেন, “আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি, কিন্তু ভাবি না এগুলো মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলতে পারে। মিডিয়ার প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আরও বেড়ে যায়।”
সেই কঠিন সময়ে শোবিজের কয়েকজন বন্ধু পাশে ছিলেন বলেও জানান তিনি। “তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান অনেক সহযোগিতা করেছে, সিয়ামও মানসিকভাবে পাশে ছিল। অনেকে বলে মিডিয়ার মানুষ বন্ধু হয় না, কিন্তু আমি এর সঙ্গে একমত নই,” যোগ করেন সাফা কবির।






































