ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিজিবির প্রতিবাদ

মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 196

ফেনীর পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। এতে মিল্লাত হোসেন (২১) নামে একজন নিহত হয়েছেন এবং মো. আফসার (৩২) গুরুতর আহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাঁশপদুয়া সীমান্তে মো. মিল্লাত হোসেন ও মো. আফসারকে গুলি করে বিএসএফ।

নিহত মিল্লাত হোসেন স্থানীয় বাঁশপদুয়া এলাকার মো. ইউসুফের ছেলে এবং আহত মো. আফসার একই এলাকার এয়ার আহমেদের ছেলে।

জানা যায়, স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। বর্তমানে মো. আফসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের মামা মোহাম্মদ ডালিম জানান, মিল্লাত ও আফসার রাতে মাছ শিকারে সীমান্ত পিলারের কাছে গিয়েছিলেন। এ সময় বিএসএফ গুলি চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, রাতে দুই দেশের চোরাকারবারিরা সেখানে মালামাল পাচারের জন্য একত্রিত হয়েছিল। সতর্ক করার পর তারা বিএসএফের ওপর হামলার চেষ্টা করে, তখন গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালামালও জব্দ করা হয়েছে বলে বিএসএফ দাবি করেছে।

ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, গুতুমা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে, নিহতরা সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এরপর বিএসএফ তাদের গুলি করে।

তিনি আরও বলেন, “কেন এবং কী পরিস্থিতিতে তারা রাতের ওই সময় সীমান্ত রেখা অতিক্রম করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রতিবাদলিপি পাঠানো হবে। সীমান্তে কোনো অবস্থাতেই গুলি চালানো কাম্য নয়।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিজিবির প্রতিবাদ

মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ১২:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ফেনীর পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। এতে মিল্লাত হোসেন (২১) নামে একজন নিহত হয়েছেন এবং মো. আফসার (৩২) গুরুতর আহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাঁশপদুয়া সীমান্তে মো. মিল্লাত হোসেন ও মো. আফসারকে গুলি করে বিএসএফ।

নিহত মিল্লাত হোসেন স্থানীয় বাঁশপদুয়া এলাকার মো. ইউসুফের ছেলে এবং আহত মো. আফসার একই এলাকার এয়ার আহমেদের ছেলে।

জানা যায়, স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। বর্তমানে মো. আফসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের মামা মোহাম্মদ ডালিম জানান, মিল্লাত ও আফসার রাতে মাছ শিকারে সীমান্ত পিলারের কাছে গিয়েছিলেন। এ সময় বিএসএফ গুলি চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, রাতে দুই দেশের চোরাকারবারিরা সেখানে মালামাল পাচারের জন্য একত্রিত হয়েছিল। সতর্ক করার পর তারা বিএসএফের ওপর হামলার চেষ্টা করে, তখন গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালামালও জব্দ করা হয়েছে বলে বিএসএফ দাবি করেছে।

ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, গুতুমা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে, নিহতরা সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এরপর বিএসএফ তাদের গুলি করে।

তিনি আরও বলেন, “কেন এবং কী পরিস্থিতিতে তারা রাতের ওই সময় সীমান্ত রেখা অতিক্রম করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রতিবাদলিপি পাঠানো হবে। সীমান্তে কোনো অবস্থাতেই গুলি চালানো কাম্য নয়।”