ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, মাগুরা
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 86

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে এক সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে আঘাতের ঘটনায় ৫০ বছর বয়সী বাদশা মোল্যা নিহত হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উত্তেজিত হয়ে আনোয়ারের ছেলে আবির (২২) শিউলি খাতুনের মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস জানান, “মাথা ও মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।” মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “সালিশের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে পারিবারিকভাবে এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

সর্বশেষ আপডেট ০৬:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে এক সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে আঘাতের ঘটনায় ৫০ বছর বয়সী বাদশা মোল্যা নিহত হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উত্তেজিত হয়ে আনোয়ারের ছেলে আবির (২২) শিউলি খাতুনের মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস জানান, “মাথা ও মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।” মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “সালিশের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে পারিবারিকভাবে এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”