মাগুরায় খালে ডুবে ৩ বোনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৪:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 125
মাগুরার মহম্মদপুরে খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মো. তরিকুলের মেয়ে তানহা (৯) ও মো. সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮)। তারা চাচাতো বোন।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ২টার দিকে তিন শিশু বাড়ির পাশে খালে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। পরে তিন শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুর রহমান বলেন, “স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেছি।”



































