মাকে হাসপাতালে নেওয়ায় পরীক্ষায় বসতে পারল না মেয়েটি
- সর্বশেষ আপডেট ০৬:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 391
দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।
তবে দিনশেষে আলোচনায় উঠে আসে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক হৃদয়বিদারক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী পরীক্ষার্থী কান্নায় ভেঙে পড়েছেন—কারণ তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা আর জীবিত নেই। সকালে তার মা মেজর স্ট্রোক করেন। পরিবারের একমাত্র দায়িত্বশীল সদস্য হিসেবে মেয়েটিকেই মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসা নিশ্চিত করে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও কেন্দ্রে ঢোকার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
পরীক্ষা দিতে না পারার বেদনায় কেন্দ্রের সামনে দাঁড়িয়ে মেয়েটি কান্নায় ভেঙে পড়েন। এ দৃশ্য ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তার মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন।
নেটিজেনরা বলছেন, “এই মেয়েটি কোনো অন্যায় করেনি। নিজের অসুস্থ মাকে হাসপাতালে নেওয়া ছিল তার নৈতিক দায়িত্ব। তাই শিক্ষা বোর্ডের উচিত হবে বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া।”
































