শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
- সর্বশেষ আপডেট ১১:১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 93
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী ব্রিজের কাছে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে মাওয়ামুখী লেনে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলটি মাওয়ার দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে একটি অজ্ঞাত গাড়ি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে


































