ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সরকার জানাল

মাইলস্টোনে নিহত-আহতের সর্বশেষ তালিকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 325

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

শুক্রবার (২৫ জুলাই) সরকারের পক্ষ থেকে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি বলেন, “উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ জন মারা গেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, ১৫ জন সিএমএইচ-এ, একজন করে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালে।”

তালিকা অনুযায়ী, দগ্ধ ও আহত ৫০ জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রয়েছেন আরও একজন।

এর আগে গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা ক্লাসে ছিল, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।

আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ৩২ এবং ১৬৫ জন চিকিৎসাধীন বলে জানানো হয়। যদিও ভিন্ন ভিন্ন উৎসে মৃতের সংখ্যায় সামান্য তারতম্য রয়েছে।

এক বিবৃতিতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় তাদের প্রতিষ্ঠানের ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এরপর বার্ন ইনস্টিটিউটে মারা যান আরও ২ জন।

সরকার জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং চিকিৎসা সহায়তা জোরদার করা হয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে একাধিক মেডিকেল টিম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকার জানাল

মাইলস্টোনে নিহত-আহতের সর্বশেষ তালিকা

সর্বশেষ আপডেট ০৭:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

শুক্রবার (২৫ জুলাই) সরকারের পক্ষ থেকে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি বলেন, “উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ জন মারা গেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, ১৫ জন সিএমএইচ-এ, একজন করে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালে।”

তালিকা অনুযায়ী, দগ্ধ ও আহত ৫০ জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রয়েছেন আরও একজন।

এর আগে গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা ক্লাসে ছিল, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।

আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ৩২ এবং ১৬৫ জন চিকিৎসাধীন বলে জানানো হয়। যদিও ভিন্ন ভিন্ন উৎসে মৃতের সংখ্যায় সামান্য তারতম্য রয়েছে।

এক বিবৃতিতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় তাদের প্রতিষ্ঠানের ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এরপর বার্ন ইনস্টিটিউটে মারা যান আরও ২ জন।

সরকার জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং চিকিৎসা সহায়তা জোরদার করা হয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে একাধিক মেডিকেল টিম।