ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বার্ন ইনস্টিটিউট পরিচালক

মাইলস্টোনে দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 185

বার্ন ইনস্টিটিউট পরিচালক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধদের আপাতত বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক (ক্রিটিক্যাল), ১৩ জন গুরুতর (সিভিয়ার) এবং ২৩ জন মধ্যম পর্যায়ের (ইন্টারমিডিয়েট) দগ্ধ। আমরা তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

দগ্ধ শিক্ষার্থী
দগ্ধ শিক্ষার্থী

তিনি আরও জানান, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম বার্ন ইনস্টিটিউটে এসে পরিদর্শন করে এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেয়। তবে, দগ্ধদের বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। “এই মুহূর্তে তাদের দেশের মধ্যেই চিকিৎসা দেওয়া হচ্ছে,” বলেন নাসির উদ্দিন।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়, এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেশিরভাগ রোগীই তখন স্কুল ভবনের নিচে থাকা অবস্থায় আগুনে দগ্ধ হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বার্ন ইনস্টিটিউট পরিচালক

মাইলস্টোনে দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই

সর্বশেষ আপডেট ০৮:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধদের আপাতত বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক (ক্রিটিক্যাল), ১৩ জন গুরুতর (সিভিয়ার) এবং ২৩ জন মধ্যম পর্যায়ের (ইন্টারমিডিয়েট) দগ্ধ। আমরা তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

দগ্ধ শিক্ষার্থী
দগ্ধ শিক্ষার্থী

তিনি আরও জানান, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম বার্ন ইনস্টিটিউটে এসে পরিদর্শন করে এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেয়। তবে, দগ্ধদের বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। “এই মুহূর্তে তাদের দেশের মধ্যেই চিকিৎসা দেওয়া হচ্ছে,” বলেন নাসির উদ্দিন।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়, এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেশিরভাগ রোগীই তখন স্কুল ভবনের নিচে থাকা অবস্থায় আগুনে দগ্ধ হন।