শিরোনাম
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে সিএমএইচে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 126
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মোঃ আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
গত ১২ অক্টোবর সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহল দিচ্ছিলেন নায়েক মোঃ আক্তার হোসেন। হঠাৎ একটি মাইন বিস্ফোরণে তিনি আহত হন।
আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে রামু সেনানিবাসস্থ সিএমএইচে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।


































