মহিপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৪:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 62
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিন মূলত পার্শ্ববর্তী মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামের পাশে আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি নদীর তীরে আকলিমাকে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন।
প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে স্থানীয়রা তাকে ফজরের নামাজে না দেখে খোঁজ নিতে যান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তারা ঘরে প্রবেশ করে দেখেন, চৌকিতে আকলিমা এবং মেঝেতে সিরাজউদ্দিনের মরদেহ পড়ে আছে।
স্থানীয়রা জানান, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরে রক্তাক্ত চিহ্ন দেখা গেছে। তাদের ধারণা, ঘটনাটি একটি হত্যাকাণ্ড হতে পারে।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে সিআইডি টিম তদন্ত শুরু করেছে।”


































