ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহম্মদপুরে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, মাগুরা
  • সর্বশেষ আপডেট ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 201

মাগুরায় জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. কমিরুল মোল্যা (৩০) নামের এক ব্যক্তিকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আব্দুল্লাহ নামে একজনের বিরুদ্ধে। ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১৯ জুন দুপুরে উপজেলার রাড়ীখালী উত্তরপাড়ায়। রবিবার (২২ জুন) কমিরুলের বড় ভাই মো. জমিরুল মোল্যা মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আহত কমিরুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, সরকার পতনের পর ৫ আগস্টের একটি বাকবিতণ্ডার জেরে আব্দুল্লাহ তার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। ঘটনার দিন রাড়ীখালী বাজার থেকে ফেরার পথে আব্দুল্লাহ তাকে ডেকে বাঁশঝাড়ে নিয়ে যায় এবং পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে। জ্ঞান হারালে পরে তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান।

কমিরুলের মা ফরিদা বেগম বলেন, “আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে ভেবে কবর দিচ্ছিল। এক ছেলের নজরে পড়ায় সে তার বাবাকে জানায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

বড় ভাই জমিরুল জানান, “আমি বাজারে কাজ করছিলাম, হঠাৎ কয়েকজন লোক ভাইকে অচেতন অবস্থায় নিয়ে আসে। পরিচয় শনাক্ত হওয়ার পর সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই।”

হাসপাতালের চিকিৎসক জানান, শ্বাসরোধের চেষ্টায় তার গলায় আঘাত লেগেছে এবং চোখে রক্ত জমেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, “একটি মামলা নেওয়া হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহম্মদপুরে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

সর্বশেষ আপডেট ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. কমিরুল মোল্যা (৩০) নামের এক ব্যক্তিকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আব্দুল্লাহ নামে একজনের বিরুদ্ধে। ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১৯ জুন দুপুরে উপজেলার রাড়ীখালী উত্তরপাড়ায়। রবিবার (২২ জুন) কমিরুলের বড় ভাই মো. জমিরুল মোল্যা মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আহত কমিরুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, সরকার পতনের পর ৫ আগস্টের একটি বাকবিতণ্ডার জেরে আব্দুল্লাহ তার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। ঘটনার দিন রাড়ীখালী বাজার থেকে ফেরার পথে আব্দুল্লাহ তাকে ডেকে বাঁশঝাড়ে নিয়ে যায় এবং পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে। জ্ঞান হারালে পরে তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান।

কমিরুলের মা ফরিদা বেগম বলেন, “আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে ভেবে কবর দিচ্ছিল। এক ছেলের নজরে পড়ায় সে তার বাবাকে জানায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

বড় ভাই জমিরুল জানান, “আমি বাজারে কাজ করছিলাম, হঠাৎ কয়েকজন লোক ভাইকে অচেতন অবস্থায় নিয়ে আসে। পরিচয় শনাক্ত হওয়ার পর সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই।”

হাসপাতালের চিকিৎসক জানান, শ্বাসরোধের চেষ্টায় তার গলায় আঘাত লেগেছে এবং চোখে রক্ত জমেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, “একটি মামলা নেওয়া হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।