ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ থেকে আরেক আছিয়ার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 157

মসজিদ থেকে আরেক আছিয়ার লাশ উদ্ধার (প্রতীকী ছবি)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি মসজিদের দ্বিতীয় তলা যেন হয়ে উঠেছিল মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রাম। আছিয়ার বয়স ছিল আট বছর। আর নতুন আছিয়ার বয়স নয়। পুলিশের ধারণা, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় একটি মসজিদের দোতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং গ্রামে মাইকিং করা হয়। আজ রবিবার সকালে মক্তবে পড়তে আসা কয়েকটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সে সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

ওসি জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এছাড়া শ্বাসরোধও করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কাজ চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মসজিদ থেকে আরেক আছিয়ার লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি মসজিদের দ্বিতীয় তলা যেন হয়ে উঠেছিল মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রাম। আছিয়ার বয়স ছিল আট বছর। আর নতুন আছিয়ার বয়স নয়। পুলিশের ধারণা, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় একটি মসজিদের দোতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং গ্রামে মাইকিং করা হয়। আজ রবিবার সকালে মক্তবে পড়তে আসা কয়েকটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সে সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

ওসি জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এছাড়া শ্বাসরোধও করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কাজ চলছে।