ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মর্টার শেলের বিকট শব্দে আতঙ্কে সীতাকুণ্ডবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৪:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 62

মর্টার শেলের বিকট শব্দে আতঙ্কে সীতাকুণ্ডবাসী

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে একটি মর্টার শেল পড়ে প্রবল শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মতে, ঘাস কাটার সময় দুই কৃষকের খুব কাছেই হঠাৎ করে পূর্ব দিক থেকে এসে জমিতে আঘাত হানে মর্টার শেলটি। বিকট শব্দে সবাই আতঙ্কে ছুটোছুটি করেন। ভাগ্য ভালো, শেলটি কাদামাটিতে পড়ায় বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় যুবক রানা জানান, শেলটি যে জায়গায় পড়ে তার একদম পাশে ছিলেন দুই কৃষক। অল্পের জন্য তারা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
আরেকজন যুবক লিটন চন্দ্র দাস বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় শেলটি যদি কোনো ঘরে বা শুকনো জমিতে পড়ত তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ওসি (তদন্ত) আলমগীর জানান, মর্টার শেলটি নিরাপদে উদ্ধারের জন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধার শেষে আরও বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মর্টার শেলের বিকট শব্দে আতঙ্কে সীতাকুণ্ডবাসী

সর্বশেষ আপডেট ০৪:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে একটি মর্টার শেল পড়ে প্রবল শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মতে, ঘাস কাটার সময় দুই কৃষকের খুব কাছেই হঠাৎ করে পূর্ব দিক থেকে এসে জমিতে আঘাত হানে মর্টার শেলটি। বিকট শব্দে সবাই আতঙ্কে ছুটোছুটি করেন। ভাগ্য ভালো, শেলটি কাদামাটিতে পড়ায় বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় যুবক রানা জানান, শেলটি যে জায়গায় পড়ে তার একদম পাশে ছিলেন দুই কৃষক। অল্পের জন্য তারা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
আরেকজন যুবক লিটন চন্দ্র দাস বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় শেলটি যদি কোনো ঘরে বা শুকনো জমিতে পড়ত তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ওসি (তদন্ত) আলমগীর জানান, মর্টার শেলটি নিরাপদে উদ্ধারের জন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধার শেষে আরও বিস্তারিত জানা যাবে।