ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
হাদিকে হত্যাচেষ্টা

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালাল ২ শুটার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ১০:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 92

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত শুক্রবার মিরপুর ১০ থেকে প্রাইভেটকার যোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। এরপরেই সেই প্রাইভেট কার থেকে নেমে যায়। পরে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়; পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়।

মোটরসাইকেল চালককে ছিল তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে পাশ্ববর্তী উপজেলা নালিতাবাড়ী সীমান্ত হতে দুইজন মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নালিতাবাড়ী থানায় আটক রাখা হয়েছে। আটককৃতরা হলো- সিবিরন দিও (৩৫), সঞ্জয় লিপি (২৫)। তাদেরকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে হালুয়াঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাদিকে হত্যাচেষ্টা

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালাল ২ শুটার

সর্বশেষ আপডেট ১০:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত শুক্রবার মিরপুর ১০ থেকে প্রাইভেটকার যোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। এরপরেই সেই প্রাইভেট কার থেকে নেমে যায়। পরে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়; পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়।

মোটরসাইকেল চালককে ছিল তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে পাশ্ববর্তী উপজেলা নালিতাবাড়ী সীমান্ত হতে দুইজন মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নালিতাবাড়ী থানায় আটক রাখা হয়েছে। আটককৃতরা হলো- সিবিরন দিও (৩৫), সঞ্জয় লিপি (২৫)। তাদেরকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে হালুয়াঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।