ইসিতে আপিলের আজ শেষ দিন, শুনানি শনিবার থেকে
- সর্বশেষ আপডেট ০৩:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 52
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণসংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন আজ। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বিকেল পাঁচটা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে।
ইসি ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল জমা নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন নির্বাচনি এলাকা থেকে প্রার্থীরা বা তাঁদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আপিল আবেদন জমা দিচ্ছেন।
ইসির কর্মকর্তারা জানান, আজ আপিল গ্রহণ শেষ হলে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে আপিল শুনানি শুরু হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্টে অবস্থিত অডিটোরিয়ামে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব শুনানি চলবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সারা দেশে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি বাতিল করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত চার দিনে কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার একদিনেই সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়। শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

































