মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: ইসি সচিব
- সর্বশেষ আপডেট ০৭:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 54
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা নেই। নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পুরো মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানান, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এই সিদ্ধান্তে অনড় রয়েছে।
তিনি বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নেই।”
কমিশনের এই অবস্থানের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করতে হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।































