মধ্যরাতে চরমোনাই পীরের দরবারে এনসিপি নেতা
- সর্বশেষ আপডেট ১১:২৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 276
জুলাই মাসজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে বরিশাল বিভাগে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতারা। এই পদযাত্রার ধারাবাহিকতায় সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে তারা চরমোনাই পীরের দরবার পরিদর্শন করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল সেখানে পৌঁছালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে. এম. শরীয়াতুল্লাহ এবং দলটির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা তাদের স্বাগত জানান।
পরে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এনসিপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর নাহিদ ইসলাম ও ফয়জুল করীম বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় ফয়জুল করীম বলেন, “গত বছরের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম। আজও আমরা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করি।”
নাহিদ ইসলাম বলেন, “জুলাই পদযাত্রায় আমরা যে অঞ্চলেই যাচ্ছি, সেখানকার ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাইতে এসেছি।”
এনসিপির এই সফর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চরমোনাই দরবারের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ কেবল ধর্মীয় নয়, বরং রাজনৈতিক কৌশল হিসেবেও তাৎপর্যপূর্ণ।
































