মধ্যরাতে উত্তাল রাবি, আজ সিন্ডিকেট বৈঠক
- সর্বশেষ আপডেট ১২:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 89
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মধ্যরাতে উপাচার্যের বাসভবন ছেড়েছেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে তারা বাসভবনের ফটক এবং প্যারিস রোড ত্যাগ করেন। এর আগে, আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে। আজ রোববার এ বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে শনিবার রাত ১টার দিকে একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত স্থগিতের কথা জানানো হয়। পোস্টে বলা হয়েছে, রোববার জরুরি সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মেনে নেননি। তারা উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। পরে রাত গভীর হওয়ায় ধীরে ধীরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত আড়াইটার পর থেকে শিক্ষার্থীরা প্যারিস রোড এবং উপাচার্যের বাসভবনের ফটক ছেড়ে চলে যেতে শুরু করেন। রাত সাড়ে ৩টার দিকে সবাই চলে যাওয়ার পর আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরাও স্থান ত্যাগ করেন।
শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রিয়াদ খান রাত সোয়া ৩টার দিকে প্যারিস রোড ত্যাগ করার সময় সমকালকে বলেন, ‘প্রশাসন থেকে আর কোনো সাড়া না পাওয়ায় আমরা চলে যাচ্ছি। সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, ‘রাত গভীর হওয়ার পর থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে চলে যান। আজ প্রশাসন এ বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।’































