ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 147

মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগর ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। জাহাজটির গতি ও অবস্থান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক সূত্রে জানা গেছে, এটি এখন পশ্চিম দিকে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে ইউএসএস নিমিৎজের গতিপথে পরিবর্তন লক্ষ্য করা যায়। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী, চলতি সপ্তাহের শেষদিকে এটি ভিয়েতনামের দানাং বন্দরে পৌঁছানোর কথা ছিল এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হতো। তবে সেই সফর হঠাৎ বাতিল করা হয়েছে।

হ্যানয়ের মার্কিন দূতাবাস জানিয়েছে, “এক জরুরি অপারেশনাল প্রয়োজন” দেখা দেওয়ায় দানাং সফর বাতিল হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে ইউএসএস নিমিৎজের নেতৃত্বে একটি মার্কিন নৌবহর দক্ষিণ চীন সাগরে টহল ও নিরাপত্তা কার্যক্রম চালায়, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক উপস্থিতির অংশ হিসেবে উল্লেখ করেছে মার্কিন নৌবাহিনী।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন সেনা মোতায়েন বা প্রস্তুতির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী

সর্বশেষ আপডেট ০৬:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগর ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। জাহাজটির গতি ও অবস্থান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক সূত্রে জানা গেছে, এটি এখন পশ্চিম দিকে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে ইউএসএস নিমিৎজের গতিপথে পরিবর্তন লক্ষ্য করা যায়। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী, চলতি সপ্তাহের শেষদিকে এটি ভিয়েতনামের দানাং বন্দরে পৌঁছানোর কথা ছিল এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হতো। তবে সেই সফর হঠাৎ বাতিল করা হয়েছে।

হ্যানয়ের মার্কিন দূতাবাস জানিয়েছে, “এক জরুরি অপারেশনাল প্রয়োজন” দেখা দেওয়ায় দানাং সফর বাতিল হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে ইউএসএস নিমিৎজের নেতৃত্বে একটি মার্কিন নৌবহর দক্ষিণ চীন সাগরে টহল ও নিরাপত্তা কার্যক্রম চালায়, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক উপস্থিতির অংশ হিসেবে উল্লেখ করেছে মার্কিন নৌবাহিনী।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন সেনা মোতায়েন বা প্রস্তুতির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।