মজার ছলে বন্দুক চালিয়ে প্রাণ গেল পর্যটকের
- সর্বশেষ আপডেট ১১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 448
বান্দরবানের আলীকদম সীমান্তে একনলা বন্দুক নিয়ে মজা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ত্বহা বিন আমিন (২৪) নামে এক পর্যটকের।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের থরনী পাড়ার গভীর জুমঘরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ত্বহা ঢাকার সাইনবোর্ড-ডেমরা এলাকার আল আমিনের ছেলে হলেও তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৯ জুলাই ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাঁচ বন্ধু মিলে ঘুরতে যান বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে। প্রশাসনের অনুমতি ছাড়াই তারা আলীকদম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের দুর্গম থরনী জুমঘরে পৌঁছান। স্থানীয়দের ফেলে যাওয়া বন্দুক নিয়ে সেখানে মজার ছলে খেলতে গিয়ে হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ত্বহার।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার একদিন আগে থরনী পাড়ার বাসিন্দারা গহীন পাহাড়ে শিকারে গিয়েছিলেন এবং শিকারের পর বন্দুকটি জুমঘরে রেখে যান। পরদিন পর্যটক বন্ধুরা সেই বন্দুক হাতে মজা করার একপর্যায়ে গুলি ছুটে গিয়ে ত্বহার বাম বুকে লাগে। সে সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
বন্ধুদের একজন মো. মেরাজ জানান, “আমরা শুধু মজার ছলেই বন্দুকটি দেখছিলাম, ওভাবে গুলি বের হবে সেটা ভাবতেই পারিনি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা মরদেহ চাইল্যাতলী পাড়ায় নিয়ে আসি।”
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাপুং ম্রো বলেন, “প্রশাসনের অনুমতি না নিয়েই পাঁচ যুবক গোপনে জুমঘরে গিয়েছিল। স্থানীয়দের ফেলে যাওয়া বন্দুক দিয়ে বন্ধুরা মজা করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এটা নিছক একটি দুর্ঘটনা, কিন্তু মর্মান্তিক।”
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহদাত হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে।”
উল্লেখ্য, দুর্ঘটনাস্থল থরনী পাড়া গ্রামটি মিয়ানমার সীমান্ত-ঘেঁষা। সেখানকার চূড়ায় অবস্থিত জুমঘর এলাকায় নেটওয়ার্ক নেই, যাতায়াত কষ্টসাধ্য এবং পাহাড়িদের শিকারের জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র প্রায়শই জুমঘরে রাখা থাকে।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু বান্দরবানের পাহাড়ি অঞ্চলে পর্যটন নিরাপত্তা এবং অনুমতি ছাড়া ভ্রমণ নিয়েও প্রশ্ন তুলছে।































