মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
- সর্বশেষ আপডেট ০৩:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 113
আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না। বিমানটি পরিচালনাকারী সংস্থা ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্সটির আগমনসূচি ছিল, সেটি বাতিলের আবেদন করায় মঙ্গলবার আর ঢাকায় নামবে না।
বেবিচক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অপারেটর প্রতিষ্ঠান সেই স্লট বাতিলের আবেদন করেছে।
বেবিচকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জার্মান কোম্পানি এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় প্রতিনিধি সংস্থার মাধ্যমে ল্যান্ডিং স্লট প্রত্যাহারের আবেদন পাঠিয়েছে। এই অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপের জন্য।
এর আগে গত রোববার দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটিকে সকাল ৮টায় অবতরণ এবং রাত ৯টায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।
কাতার সরকারের তত্ত্বাবধানে দীর্ঘ দূরত্বে চিকিৎসা পরিবহনের বিকল্প ব্যবস্থা করা হলে, সেই পরিকল্পনার অংশ হিসেবে এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে খালেদা জিয়ার মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি খালেদা জিয়ার জন্য বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60) মডেলের বিমান নির্ধারণ করেছিল। দীর্ঘ রুটে রোগী পরিবহনে নির্ভরযোগ্য এই বিমানটিতে উন্নত ক্রিটিক্যাল–কেয়ার সুবিধা, বাড়তি পরিসীমা এবং স্থিতিশীলতার কারণে বিশ্বজুড়ে এ ধরনের মিশনে এটি বহুল ব্যবহৃত।





































