ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০১:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 95
ভোলা ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সাইফুল্লাহ আরিফকে (৩০) নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার কালিবাড়ী রোড এলাকার নববী মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
নিহত আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন এবং স্থানীয় প্রাক্তন শিক্ষক মো. বশির উদ্দিনের একমাত্র ছেলে।
তার পরিবার জানিয়েছে, শুক্রবার রাতের খাবারের পর আরিফ মায়ের সঙ্গে শেষবার কথা বলার পর ঘুমাতে গিয়েছিলেন। শনিবার ফজরের নামাজের সময় বাবা বাড়ির গেইট খুলে বাইরে বের হয়ে রাস্তায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের বাবা-মা এই নৃশংস হত্যাকাণ্ড মানতে পারছেন না এবং তাদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবার জানিয়েছে, হত্যার কারণ বা সুষ্ঠু ব্যক্তি সম্পর্কে তারা কিছু জানেন না এবং প্রশাসনের কাছে ন্যায্য বিচার দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন জানান, ঘটনার কারণ উদঘাটনের জন্য তারা তদন্ত করছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
































