ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সাংবাদিকদের জন্য ইসির নতুন নীতিমালা

ভোট কক্ষে লাইভ নয়, চলবে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 217

নির্বাচন কমিশন

নির্বাচনী কভারেজে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ জুলাই প্রকাশিত ওই নীতিমালায় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হলেও ভোটকক্ষে সরাসরি সম্প্রচার  বা লাইভ, গোপন কক্ষের ছবি নিষিদ্ধ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদের সই করা ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও এই নিয়ম প্রযোজ্য হবে।

প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপি টিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, বিদেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা কার্ড ও গাড়ির স্টিকার পাবেন। নির্বাচনের এক সপ্তাহ আগে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তারা এই কার্ড ও স্টিকার বিতরণ করবেন।

নীতিমালার মূল বিষয়গুলো:

কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে।

গোপন কক্ষে প্রবেশ বা সেখান থেকে ছবি তোলা যাবে না।

একসাথে দুইটির বেশি মিডিয়া কেন্দ্রে ঢুকতে পারবে না এবং ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না।

ভোটকক্ষে বা তার ভেতর থেকে কোনো সরাসরি সম্প্রচার বা সাক্ষাৎকার নেওয়া যাবে না।

সরাসরি সম্প্রচার করতে হলে কেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।

ভোট গণনার সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার নয়, কেবল ছবি তোলা যাবে।

এই নীতিমালা গণমাধ্যমের চলাচল নিশ্চিত করলেও নির্বাচনকালীন সংবেদনশীল পরিবেশে নিরপেক্ষতা বজায় রাখতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিকদের জন্য ইসির নতুন নীতিমালা

ভোট কক্ষে লাইভ নয়, চলবে মোটরসাইকেল

সর্বশেষ আপডেট ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নির্বাচনী কভারেজে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ জুলাই প্রকাশিত ওই নীতিমালায় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হলেও ভোটকক্ষে সরাসরি সম্প্রচার  বা লাইভ, গোপন কক্ষের ছবি নিষিদ্ধ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদের সই করা ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও এই নিয়ম প্রযোজ্য হবে।

প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপি টিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, বিদেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা কার্ড ও গাড়ির স্টিকার পাবেন। নির্বাচনের এক সপ্তাহ আগে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তারা এই কার্ড ও স্টিকার বিতরণ করবেন।

নীতিমালার মূল বিষয়গুলো:

কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে।

গোপন কক্ষে প্রবেশ বা সেখান থেকে ছবি তোলা যাবে না।

একসাথে দুইটির বেশি মিডিয়া কেন্দ্রে ঢুকতে পারবে না এবং ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না।

ভোটকক্ষে বা তার ভেতর থেকে কোনো সরাসরি সম্প্রচার বা সাক্ষাৎকার নেওয়া যাবে না।

সরাসরি সম্প্রচার করতে হলে কেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।

ভোট গণনার সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার নয়, কেবল ছবি তোলা যাবে।

এই নীতিমালা গণমাধ্যমের চলাচল নিশ্চিত করলেও নির্বাচনকালীন সংবেদনশীল পরিবেশে নিরপেক্ষতা বজায় রাখতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।