ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের জন্য মাঠে নামতে হবে কিনা, ভাববো পূজার পর: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 162

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনে মাঠে নামা হবে কিনা সে সিদ্ধান্ত শারদীয় দুর্গাপূজার পর নেওয়া হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

গয়েশ্বর আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এজন্য তিনি নেতাকর্মীদের সজাগ থেকে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে জনগণ যেন বিভক্ত না হয়, সে দিকেও সতর্ক থাকতে বলেন।

তিনি আরও বলেন, “জনগণ ধানের শীষে ভোট দিতে চায়, এ কারণেই অনেকের অস্বস্তি হচ্ছে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।”

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানেই জুলাই অভ্যুত্থানের ব্যর্থতা—উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সচেতন থাকতে হবে।

সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বিএনপি চুপ আছে মানেই দুর্বলতা নয়। নির্বাচনের স্বার্থে আমরা নীরব আছি। তবে জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। আর কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদই লাভবান হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটের জন্য মাঠে নামতে হবে কিনা, ভাববো পূজার পর: গয়েশ্বর

সর্বশেষ আপডেট ০৯:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনে মাঠে নামা হবে কিনা সে সিদ্ধান্ত শারদীয় দুর্গাপূজার পর নেওয়া হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

গয়েশ্বর আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এজন্য তিনি নেতাকর্মীদের সজাগ থেকে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে জনগণ যেন বিভক্ত না হয়, সে দিকেও সতর্ক থাকতে বলেন।

তিনি আরও বলেন, “জনগণ ধানের শীষে ভোট দিতে চায়, এ কারণেই অনেকের অস্বস্তি হচ্ছে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।”

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানেই জুলাই অভ্যুত্থানের ব্যর্থতা—উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সচেতন থাকতে হবে।

সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বিএনপি চুপ আছে মানেই দুর্বলতা নয়। নির্বাচনের স্বার্থে আমরা নীরব আছি। তবে জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। আর কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদই লাভবান হবে।”