ডাকসু নির্বাচন
ভোটারদের আপ্যায়ন করাতে পারবেন না প্রার্থীরা
- সর্বশেষ আপডেট ০৮:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 181
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটারদের আপ্যায়ন করানো, উপঢৌকন দেওয়া কিংবা কোনো ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারবেন না প্রার্থীরা। এসব করলে তা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী আজ বৃহস্পতিবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। এছাড়া কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করা যাবে না। এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।
































