ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 49

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসনভিত্তিক সব ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, কমিশনার নাসির উদ্দিনের অনুমোদনের পর গত ১৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ বাধ্যতামূলক।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি এবং দেশের ভেতরে নির্দিষ্ট তিন শ্রেণির ভোটার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এ ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রকাশিত গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, উপজেলা ও ইউনিয়নভিত্তিক ভোটকেন্দ্রের অবস্থান, নারী, পুরুষ ও হিজড়া ভোটকেন্দ্রের সংখ্যা এবং সংশ্লিষ্ট ভোটার এলাকার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা, পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থানও উল্লেখ করা হয়েছে।

ইসি জানায়, প্রায় পৌনে ১৩ কোটি ভোটার অংশ নিতে যাওয়া এই নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারের বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় প্রতিটি ভোটকক্ষে গোপনীয়তা নিশ্চিত করতে সিল দেওয়ার আলাদা গোপনকক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি ভোটকেন্দ্রে গুরুত্ব অনুযায়ী ১৬ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এক অনুষ্ঠানে জানিয়েছেন, মোট ভোটকেন্দ্রের প্রায় ৫৯ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৮ হাজার ৭৮০টি, গুরুত্বপূর্ণ ১৬ হাজার ৫৪৮টি এবং সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১৭ হাজার ৪৩৩টি।

নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০, পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫, র‍্যাবের ৭ হাজার ৭০০ এবং সহায়ক বাহিনী হিসেবে ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ সদস্য দায়িত্ব পালন করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ

সর্বশেষ আপডেট ০৮:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসনভিত্তিক সব ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, কমিশনার নাসির উদ্দিনের অনুমোদনের পর গত ১৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ বাধ্যতামূলক।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি এবং দেশের ভেতরে নির্দিষ্ট তিন শ্রেণির ভোটার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এ ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রকাশিত গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, উপজেলা ও ইউনিয়নভিত্তিক ভোটকেন্দ্রের অবস্থান, নারী, পুরুষ ও হিজড়া ভোটকেন্দ্রের সংখ্যা এবং সংশ্লিষ্ট ভোটার এলাকার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা, পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থানও উল্লেখ করা হয়েছে।

ইসি জানায়, প্রায় পৌনে ১৩ কোটি ভোটার অংশ নিতে যাওয়া এই নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারের বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় প্রতিটি ভোটকক্ষে গোপনীয়তা নিশ্চিত করতে সিল দেওয়ার আলাদা গোপনকক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি ভোটকেন্দ্রে গুরুত্ব অনুযায়ী ১৬ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এক অনুষ্ঠানে জানিয়েছেন, মোট ভোটকেন্দ্রের প্রায় ৫৯ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৮ হাজার ৭৮০টি, গুরুত্বপূর্ণ ১৬ হাজার ৫৪৮টি এবং সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১৭ হাজার ৪৩৩টি।

নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০, পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫, র‍্যাবের ৭ হাজার ৭০০ এবং সহায়ক বাহিনী হিসেবে ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ সদস্য দায়িত্ব পালন করবেন।