ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 155

ভৈরব থানা

কিশোরগঞ্জের ভৈরবে এক যুবকের বিরুদ্ধে নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ জুন) গভীর রাতে পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের বাসিন্দা। ঘটনার পর তার ছেলে আল আমিন (২৬) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ চিৎকার শুনে পাশের ঘরের বাসিন্দারা এগিয়ে যান। কিন্তু ওই রুম তালাবদ্ধ ছিল। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে হাফিজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শক্তি মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছেলে আল আমিনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভৈরবে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

সর্বশেষ আপডেট ০১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে এক যুবকের বিরুদ্ধে নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ জুন) গভীর রাতে পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের বাসিন্দা। ঘটনার পর তার ছেলে আল আমিন (২৬) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ চিৎকার শুনে পাশের ঘরের বাসিন্দারা এগিয়ে যান। কিন্তু ওই রুম তালাবদ্ধ ছিল। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে হাফিজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শক্তি মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছেলে আল আমিনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।